আন্তর্জাতিক বিশ্ব রোহিঙ্গা সংকট সমাধানে ব্যর্থ

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক।

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক।

 

ঢাকা: জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক বলেছেন,  গত এক বছরে রোহিঙ্গা সংকটের দৃশ্যমান কোন অগ্রগতি হয়নি। আন্তর্জাতিক বিশ্ব রোহিঙ্গা সংকট সমাধানে ব্যর্থ হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (২৭ আগস্ট) ঢাকায় মানবাধিকার কমিশন কার্যালয়ে 'রোহিঙ্গা সংকটের এক বছর' বিষয়ক সাংবাদ সম্মেলন এসব তিনি কথা বলেন।

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে পদক্ষেপ নিয়েছে তাতে  হতাশা ছাড়া কিছুই নেই। তারা চাপে পড়ে চুক্তি করলেও, তা বাস্তবায়নে উদাসীন দুই দেশই। যত দীর্ঘ করা হবে এটাকে ঘিরে ব্যবসা ততটা বাড়বে। সংকট সমাধানে অগ্রগতি দেখাতে ব্যর্থ হয়েছে মিয়ানমার। মিয়ানমারের ওপর বিশ্বাস নষ্ট হয়ে গেছে। বাংলাদেশ সরকারের আরও শক্ত অবস্থান নিতে হবে। কূটনৈতিক তৎপরতা বাড়াতে হবে।

তিনি বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় ও জাতিসংঘ এ সংকট সমাধানে ব্যর্থ হয়েছে।