গাজীপুরে র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে যুবক নিহত

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বন্দুকযুদ্ধ।

বন্দুকযুদ্ধ।

ঢাকা: গাজীপুরে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে অজ্ঞাত এক যুবক (৪০) নিহত হয়েছে। নিহত যুবক মাদক ব্যবসার সঙ্গে জড়িত দাবি করেছেন র‌্যাব।

সোমবার (২৭ আগস্ট) দিবাগত রাতে গাজীপুরের টঙ্গীর প্রত্যাশা মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

সকালে র‍্যাব সদর দফতরের লিগ্যার এন্ড মিডিয়া উইংয়ের সহকারি পরিচালক মিজানুর রহমান বার্তা২৪.কমকে বিষয়টি নিশ্চিত করেন।

এদিকে র‌্যাব-১ এর উপঅধিনায়ক ইশতিয়াক আহমেদ বার্তা২৪.কমকে বলেন, রাতে টঙ্গীর প্রত্যাশা মাঠ এলাকায় ৫-৬ জন যুবক সন্ত্রাসী কার্যক্রমে অংশ নিতে একত্রিত হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১ এর একটি টহল দল সেখানে অভিযান চালায়।

র‌্যাবের উপস্থিতি টের পেয়ে যুবকরা র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি চালায়।

র‌্যাবও পাল্টা গুলি চালালে তারা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে অজ্ঞাত এই যুবককে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে টঙ্গী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও চার হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।