যে ফোনের পেছনে ১৬টি লেন্স

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবিঃ সংগৃহীত

ছবিঃ সংগৃহীত

ছবি নিখুঁত করতে সব কোম্পানিরই তোড়জোড় ছিলো বছরের শুরু থেকেই। সর্বশেষ স্যামসাং তাদের এ৭ সিরিজে এনেছিলো চার ক্যামেরার ফোন। নোকিয়াও তাদের ৫ ক্যামেরা ফোন এর একটি ডিজাইন বাজারে ছেড়েছিলো এইতো কিছু দিন আগেই।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Nov/26/1543208639797.jpg

বিজ্ঞাপন

কিন্তু এবার সব কোম্পানির মাথায় হাত। একি! ৫টা নয় ৮ টা নয় একেবারে ১৬টি লেন্সের ক্যামেরার ডিজাইন পেটেন্ট করিয়ে ফেলেছে এলজি।

প্রতিষ্ঠানটির ওই আবেদনে বলা হয়েছে, প্রতিটি লেন্স আলাদা আলাদা অ্যাঙ্গেল থেকে ছবি ধারণ করবে।

বিজ্ঞাপন

২০ নভেম্বর এলজি ইলেক্ট্রনিক্স ইউনাইটেড স্টেট প্যাটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসের কাছ থেকে একটি পেটেন্ট পেয়েছে। যেটাতে থাকবে ১৬ লেন্সের ক্যামেরা এবং ম্যাট্রিক্স সেটআপ।

লেন্সগুলো বিভিন্ন দিক থেকে ছবি ধারণ করতে পারবে। এমনকি এই লেন্সগুলো থেকে কোন ব্যবহারকারী চাইলে যেকোন একটি দিয়ে ছবি ধারণ করতে পারবেন।এছাড়াও একই সময়ে বিভিন্ন লেন্স ব্যবহার করে একটি ছবিও তোলা যাবে। কোন একটি সাবজেক্ট হিসেবে মানুষ নেওয়া হলে তার মাথা এবং যেকোন অঙ্গ আলাদা করে নির্বাচন করেও ছবি তোলা যাবে।