‘সড়ক টু’ নিয়ে ফিরছেন মহেশ
বলিউডের জনপ্রিয় পরিচালক-প্রযোজক মহেশ ভাট।
পরিচালক হিসেবে তার ক্যারিয়ারের শুরু ১৯৮৪ সালে।
‘সারাংশ’ ছবির মধ্য দিয়ে।
১৯৮৭ সালে ‘কবজা’ ছবির মাধ্যমে প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি।
তার উল্লেখযোগ্য কাজগুলোর মধ্যে রয়েছে- ‘আওয়ারগি’, ‘আশিকি’, ‘দিল হ্যায় কে মানতা নেহি’, ‘গুমরাহ’, ‘হাম হ্যায় রাহি পেয়ার কে’, ‘জিসম’, ‘মার্ডার’ ও ‘ও লামহে’র মতো ছবিগুলো।
সবশেষ ২০১৫ সালে ‘হামারি আধুরি কাহানি’ ছবির কাজ করেছেন মহেশ ভাট।
মাঝে নিয়েছেন তিন বছরের বিরতি।
দীর্ঘ বিরতির পর ফিরছেন ‘সড়ক টু’ নিয়ে।
নিজের ৭০তম জন্মদিনে এমনটাই ঘোষণা দিলেন মহেশ।
১৯৯১ সালে মুক্তিপ্রাপ্ত ‘সড়ক’ ছবির রিমেক এটি।
‘সড়ক টু’তে অভিনয় করবেন আদিত্য রয় কাপুর ও আলিয়া ভাট।
তবে প্রধান চরিত্রে থাকছেন পূজা ভাট ও সঞ্জয় দত্ত।
মজার বিষয় হলো-
এই ছবির মধ্য দিয়ে প্রথমবার রূপালি পর্দায় একসঙ্গে দেখা যাবে মহেশের দুই মেয়ে পূজা ভাট ও আলিয়া ভাটকে।
‘সড়ক টু’র অভিনয়শিল্পীদের সঙ্গে তোলা দুটি স্থিরচিত্র শেয়ার করেছেন মহেশ ভাট।
ছবিটির নীচে মন্তব্য করে আলিয়া লিখেছেন-
‘বাবা তুমি তোমার ৭০তম জন্মদিনে আমাকে আমার জীবনের সেরা উপহারটি দিয়েছো। আমি তোমার পরিচালনায় কাজ করতে যাচ্ছি! আমি ভাবতাম এটি কোনোদিন সম্ভব হবে না। কিন্তু তুমি সেটিকে সম্ভব করে দেখালে। আমার হৃদয় ও আত্মা থেকে তোমাকে ধন্যবাদ। তোমাকে ভালোবাসি বাবা।’