অগ্নিমিত্রার ‘মাই কেবিন’
যে কোনো বিনোদন প্রোগ্রামের সঙ্গে আজকাল পাল্লা দিয়ে চলছে টেলিভিশন টক শো। ফলে বর্তমান সময়ে টক শো ভীষণ জনপ্রিয় ৷আর সেই টক শো-র হোস্ট যদি হন কোনো সেলিব্রিটি তাহলে তো কথাই নেই ৷
এবার এমন একটি টক শো নিয়ে হাজির হচ্ছেন বিশিষ্ট ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পল। তবে তা টেলিভিশনের পর্দায় নয়, এই শো দেখা যাবে ইউটিউবে।
ভিন্নধর্মী এই ওয়েব টক শোর নাম "মাই কেবিন"। এই শো মূলত বিশিষ্টজনদের নিয়ে, সেখানে আমন্ত্রণ জানানো হবে। এর মধ্যে থাকবে রাজনীতিবিদ, অভিনেতা, সাহিত্যক বিভিন্ন সেলিব্রিটিরাও।
এপার-ওপার দুই বাংলার বিশিষ্ট মানুষদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে। অনুষ্ঠানের মূল প্রেক্ষাপট একটু আলাদা রকম; অজানা কথা দর্শকদের জন্য তুলে আনা এই শো অক্টোবরেই তৃতীয় সপ্তাহ থেকে ইউটিউবে দেখতে পাবেন। মাই কেবিন– টক শো এর স্ক্রিপ্ট লিখছেন লেখিকা তানিয়া চক্রবর্তী। পরিচালনা ও নির্দেশনায় রয়েছেন প্রতাপ ঘোষ।
পরিচালকের কথায়, আর পাঁচটা শোয়ে যে ধরনের প্রশ্ন করা হয় তার বাইরে গিয়ে প্রশ্ন করা হবে ৷ আলোচনা চলবে অনেকটা ঘরোয়া আড্ডার মতো ৷ এই ওয়েব টক শোয়ে হাজির থাকবেন সমাজের সমস্ত ক্ষেত্রের প্রথম সারির ব্যক্তিত্বরা৷ তবে তাঁদের সাফল্য নয়, বরং সাফল্যের নেপথ্য কাহিনী ও ভবিষ্যৎ পরিকল্পনা বেশি করে তুলে ধরা হবে আড্ডার মোড়কে ৷
ওয়েব টক শোর কারণ সম্পর্কে পরিচালক প্রতাপ ঘোষ জানালেন , "আজকাল সবকিছুই ডিজিটালাইজড হয়ে যাচ্ছে ৷ তাই ওয়েবে এই শো করার ভাবনা মাথায় আসে৷ সুপ্রতিষ্ঠিত ব্যক্তিদের সাফল্যের কাহিনী শুনলে এখনকার ছেলেমেয়েরা অনুপ্রাণিত হতে পারে ৷ আরও বেশি মানুষের কাছে সেই বার্তা পৌঁছে দেওয়াই এই শো-য়ের উদ্দেশ্য৷
ব্যতিক্রমী এই শোয়ে নিজের নতুন ভুমিকা নিয়ে অগ্নিমিত্রা পল বলেন, "এটা একটু অন্য ধরনের কাজ ৷ বরাবরই একটু অন্য ধরনের কাজ করতে আমি আগ্রহী ৷ নিজের প্রফেশন ছাড়াও বিভিন্ন দিকে নিজেকে গড়ে তোলার চেষ্টা করি ৷ সেরকমই এই চ্যাট শো ৷
আগামী সপ্তাহ থেকে শুরু হচ্ছে ‘মাই কেবিনের শুটিং’ ৷ সব ঠিকঠাক থাকলে তার পরের সপ্তাহ থেকেই ইউটিউবে এই শো দেখা যাবে। ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে শোয়ের পোস্টার ও টিজার ৷