রাজের ‘কুয়াশা’য় তিশা ও এবিএম সুমন

  • বিনোদন ডেস্ক
  • |
  • Font increase
  • Font Decrease

মুহাম্মদ মোস্তফা কামাল রাজ, নুসরাত ইমরোজ তিশা ও এবিএম সুমন

মুহাম্মদ মোস্তফা কামাল রাজ, নুসরাত ইমরোজ তিশা ও এবিএম সুমন

প্রথমবার একসঙ্গে অভিনয় করছেন নুসরাত ইমরোজ তিশা ও এবিএম সুমন। ওয়েব সিরিজ ‘কুয়াশা’য় দেখা যাবে তাদের রসায়ন। অপরাধ জগতের গল্প নিয়ে তৈরি হচ্ছে এটি। এখন এর শুটিং চলছে ঢাকায়।

ওয়েব সিরিজ পরিচালনা করছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। গল্পও তারই। তিনি বলেন, “প্রতিটি অপরাধের পেছনে অর্থ, ক্ষমতা কিংবা নারীর যোগসাজশ থাকে। ‘কুয়াশা’র গল্প সেই সূত্র ধরেই ভাবা। এই কাহিনিতে অনেক বাঁক আছে। শেষ পর্যন্ত সমাধান থাকছে না। কারণ এর সিজন-টু তৈরি হবে।”
https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Nov/27/1543321919634.jpg

বিজ্ঞাপন

‘কুয়াশা’য় তিশার চরিত্রের নাম রানি। ‘ঢাকা অ্যাটাক’ খ্যাত এবিএম সুমন আছেন মুরাদের ভূমিকায়। দু’জনই জড়িয়ে পড়েন অপরাধ জগতের সঙ্গে। খলনায়ক জামসেদ চরিত্রে থাকছেন শহীদুজ্জামান সেলিম।

এর চিত্রনাট্য সাজিয়েছেন মারুফ রেহমান। ‘কুয়াশা’ প্রযোজনা করছে ইনোভেট সল্যুশন্স। এ বছরেই সিনেস্পট অরিজিনালসে মুক্তি পাবে ওয়েব সিরিজটি।
https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Nov/27/1543321943159.jpg

বিজ্ঞাপন