ইউটিউবে ‘ফার্স্ট ইয়ার ডেম কেয়ার ২’

  • বিনোদন ডেস্ক
  • |
  • Font increase
  • Font Decrease

‘ফার্স্ট ইয়ার ডেম কেয়ার ২’ নাটকের পোস্টার

‘ফার্স্ট ইয়ার ডেম কেয়ার ২’ নাটকের পোস্টার

গত বছর ‘ফার্স্ট ইয়ার ডেম কেয়ার’ নাটকটি নির্মাণ করেছিলেন পরিচালক ইমরাউল রাফাত। সেটি বেশ দর্শকপ্রিয়তা পায়। শুধু তাই নয় ‘গানচিল ড্রামা অ্যান্ড সিনেমা’ ইউটিউব চ্যানেলে নাটকটির ভিউ এখন প্রায় ৫০ লাখ।

তারই ধারাবাহিকতায় এবার ভালোবাসা দিবসে নাটকটির সিক্যুয়েল ‘ফার্স্ট ইয়ার ডেম কেয়ার ২’ নির্মাণ করেছেন রাফাত। এতে ফারহান আহমেদ জোভানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন তাসনিয়া ফারিন। ভালোবাসা দিবস উপলক্ষে ১৫ ফেব্রুয়ারি রাত ১০টায় নাটকটি ‘গানচিল ড্রামা অ্যান্ড সিনেমা’র অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়।

বিজ্ঞাপন

‘ফার্স্ট ইয়ার ডেম কেয়ার ২’ প্রসঙ্গে ইমরাউল রাফাত বলেন, “মূলত ভালোবাসার গল্পই তুলে ধরা হয়েছে নাটকটিতে। সঙ্গে রয়েছে ‘ফার্স্ট ইয়ার ডেম কেয়ার’র নানা বিষয়। জোভান এবং তাসনিয়া ফারিন চমৎকার অভিনয় করেছেন। ইউটিউবের দর্শক-শ্রোতারা আগেরটির মতো সিক্যুয়েলটিও উপভোগ করবেন আশা করি।’