বিয়ের প্রস্তাবে রাজি মিয়া খলিফা

  • বিনোদন ডেস্ক
  • |
  • Font increase
  • Font Decrease

রবার্ট স্যান্ডবার্গ ও মিয়া খলিফা

রবার্ট স্যান্ডবার্গ ও মিয়া খলিফা

লাখ তরুণের হৃদয় ভেঙে বিয়ের বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন সাবেক পর্ন তারকা মিয়া খলিফা। সম্প্রতি দীর্ঘদিনের প্রেমিক রবার্ট স্যান্ডবার্গের সঙ্গে আংটিবদলের কাজটিও সেরে ফেলেছেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে বাগদানের কয়েকটি ছবি শেয়ার করে মিয়া খলিফা লিখেছেন- “গত ১৪ মার্চ শিকাগোর একটি রেস্তোরাঁয় রবার্টকে নিয়ে নৈশভোজে গিয়েছিলাম। সেখানে আর পাঁচটা রোম্যান্টিক প্রেমিকের মতোই আমাকে প্রোপোজ করে সে। একটি পাত্রে হীরের আংটি ঢেকে রেখেছিলো। ঢাকনা খুলতেই আংটিটি চোখে পড়ে। এরপর ‘হ্যাঁ’ বলতে বিন্দুমাত্র দেরি করিনি।”
https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Mar/19/1552991097876.jpg

বিজ্ঞাপন

এদিকে, পর্ন দুনিয়াকে বিদায় জানিয়ে বর্তমানে ওয়েবক্যাম মডেল হিসে কাজ করছেন মিয়া খালিফা। কিন্তু মিয়ার সুইডিশ বয়ফ্রেন্ড রবার্টের সঙ্গে পর্ন দুনিয়ার কোনও সম্পর্ক নেই। রবার্ট পেশায় একজন শেফ।