ক্যারিয়ারের অন্যতম সেরা চরিত্রে অভিনয় করলাম: অপি করিম

  • বিনোদন ডেস্ক
  • |
  • Font increase
  • Font Decrease

অপি করিম

অপি করিম

‘প্রায় দুই বছর পর অভিনয়ে ফিরলাম। তবে এমন একটি কাজের মধ্য দিয়ে যা আমাকে আবারো কাজে ফেরার অনুপ্রেরণা জাগিয়েছে। বেশ ভালো একটি গল্প। বলতে গেলে ক্যারিয়ারের অন্যতম সেরা চরিত্রে অভিনয় করলাম।’সোমবার (০৮ এপ্রিল) ওয়েব সিরিজ ‘ঢাকা মেট্রো’র সংবাদ সম্মেলনের এমনটাই জানালেন অভিনেত্রী অপি করিম।

রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে অপি করিম ছাড়াও উপস্থিত ছিলেন- নির্মাতা অমিতাভ রেজা, অভিনেতা নেভিল ও শরিফুল ইসলাম। এছাড়াও ‘হইচই’ স্ট্রিমিং অ্যাপের কলাকুশলীরা।

বিজ্ঞাপন

নতুন ওয়েব সিরিজ প্রসঙ্গে অমিতাভ রেজা বলেন, “ওয়েব সিরিজের জনপ্রিয়তা আমাদের দেশে শুরু হয়েছে। আগামী কয়েক বছরের মধ্যে এটি আমাদের দেশে নতুন এক মাত্রা যোগ করবে। আশা করছি ‘ঢাকা মেট্রো’ দর্শকদের ভালো লাগবে।”
https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Apr/09/1554798422263.jpg

‘ঢাকা মেট্রো’তে এক পলাতক খুনি ও মায়ের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অপি করিমকে। আগামী ১১ এপ্রিল থেকে ‘হইচই’-এ প্রচার শুরু হবে ওয়েব সিরিজটির।

বিজ্ঞাপন