‘মেন্টালহুড’-এ কারিশমার পহেলা দর্শন

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

‘মেন্টালহুড’ ওয়েব সিরিজের পোস্টার

‘মেন্টালহুড’ ওয়েব সিরিজের পোস্টার

দীর্ঘদিন ধরেই রূপালি পর্দার আড়ালে রয়েছেন কারিশমা কাপুর। সবশেষ ২০১২ সালে ‘ডেঞ্জারাস ইশক’ ছবিতে দেখা গেছে বলিউডের এই অভিনেত্রীকে। দীর্ঘ বিরতির আবার অভিনয়ের ফিরলেন কারিশমা।

‘মেন্টালহুড’ শিরোনামের একটি ওয়েব সিরিজের মধ্য দিয়ে আবার অভিনয় জগতে প্রত্যাবর্তন করেছেন ৪৪ বছর বয়সী এই তারকা। এর মধ্য দিয়েই ডিজিটাল প্ল্যাটফর্মে অভিষেক হলো কারিশমার।

বিজ্ঞাপন

এ প্রসঙ্গে কারিশমা বলেন- ‘আমি এখন আমার সন্তান ও পরিবারের সঙ্গেই সময় কাটাতে চাই। কিন্তু ওয়েব সিরিজটির চিত্রনাট্য পড়ার পর দারুণ লেগেছে। কেননা চিত্রনাট্যটি সাজানো হয়েছে আজকের দিনের শক্তিশালী মায়েদের গল্প নিয়ে।’

বুধবার (২২ মে) প্রকাশ পেলো ‘মেন্টালহুড’ ওয়েব সিরিজটির প্রথম পোস্টার। যেখানে দেখা যাচ্ছে- সন্তানদের যন্ত্রণায় কানে হাত দিয়ে বিছানায় বসে রয়েছেন কারিশমা কাপুর। তার পেছনেই খেলাধুলা করছে বাচ্চারা।

বিজ্ঞাপন

কারিশমা কোহলি পরিচালিত ‘মেন্টালহুড’-এ মায়রা শর্মা চরিত্রে দেখা যাবে কারিশমা কাপুরকে।