জায়রার বলিউড প্রস্থানে কী বললেন তারকারা

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

জায়রা ওয়াসিম, নীতেশ তিওয়ারি ও রাভিনা ট্যান্ডন

জায়রা ওয়াসিম, নীতেশ তিওয়ারি ও রাভিনা ট্যান্ডন

‘চলচ্চিত্রের নতুন জীবনধারার সঙ্গে মানিয়ে নিতে সময়, শ্রম ও আবেগের কমতি রাখিনি। কিন্তু ধীরে ধীরে কিছু বিষয় বুঝতে শুরু করেছি। আমার সেই উপলব্ধি হলো, বলিউডে আমি মানিয়ে যেতে পারলেও এটা আমার জায়গা না। এই জায়গাটি আমাকে অনেক ভালোবাসা, অনুপ্রেরণা ও সহযোগিতা দিয়েছে। কিন্তু এটি আমাকে অজ্ঞতার পথে পরিচালিত করছিল। আমি আমার ইমান থেকে সরে গিয়েছিলাম। আমি যখন আমার ইমানের সঙ্গে ধারাবাহিকভাবে হস্তক্ষেপ করে এমন পরিবেশে কাজ চালিয়ে যাচ্ছিলাম, তখন আমার ধর্মের সঙ্গে আমার সম্পর্কগুলোও হুমকির সম্মুখিন হচ্ছে।’ শনিবার (২৯ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমন স্ট্যাটাস দিয়ে বলিউড ইন্ডাস্ট্রি ছাড়ার ঘোষণা দিয়েছেন জায়রা ওয়াসিম।

এরপর থেকেই বলিউডের এই অভিনেত্রীকে নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা।

বিজ্ঞাপন

অভিনেত্রী রাভিনা ট্যান্ডন বলেন- ‌‘যে বলিউড খ্যাতি দেয় তাকে ছেড়ে দুটি ছবি ঝুলিতে থাকা কেউ অকৃতজ্ঞের মতো চলে যাবে এটা কোনও বিষয় না। শুধু প্রস্থানের সময় ইন্ডাস্ট্রির প্রতি যেন তার দৃষ্টিভঙ্গিটা নেতিবাচক না হয়।’

বিজ্ঞাপন

জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ জায়রার পক্ষ নিয়ে টুইটারে লিখেছেন- ‘জায়রা ওয়াসিমের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন করার আমরা কে? এটি তার জীবন সে যা খুশি তাই করতে পারেন। আমরা শুধু চাই সে যে সিদ্ধান্ত নেবেন তা যেন তাকে সুখে রাখে।’

আরও পড়ুন: বলিউড ছেড়ে দিলেন জায়রা

নীতেশ তিওয়ারি পরিচালিত ‘দঙ্গল’ ছবির মধ্য দিয়ে বলিউড ইন্ডাস্ট্রিতে অভিষেক হয়েছিলো জায়রা ওয়াসিমের। কিন্তু জায়রার এমন সিদ্ধান্তে কিছুটা হতাশ হয়েছেন নীতেশ। তিনি এক সাক্ষাৎকারে বলেন- ‘বিকেলে জায়রার বলিউড ছাড়ার প্রতিবেদনগুলো পড়ে হতাশ হয়েছি। এটি অপ্রত্যাশিত। কিন্তু দিন শেষে এটি তার জীবন তিনি যেভাবে খুশি সেভাবে যাপন করতে পারেন।’