যাত্রা শুরু করলো কারখানা এন্টারটেইমেন্ট

  • বিনোদন ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ইউটিউব চ্যানেল কারখানা এন্টারটেইনমেন্টের উদ্বোধন অনুষ্ঠান

ইউটিউব চ্যানেল কারখানা এন্টারটেইনমেন্টের উদ্বোধন অনুষ্ঠান

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল নতুন ইউটিউব চ্যানেল কারখানা এন্টারটেইনমেন্ট। সম্প্রতি কারখানা প্রোডাকশনের অফিসে কেক কেটে উদ্বোধন করা হয় চ্যানেলটি।

এসময় উপস্থিত ছিলেন- কারখানা প্রোডাকশনসের স্বত্বাধিকারী ও নির্মাতা শরাফ আহমেদ জীবন, অভিনেতা ইয়াশ রোহান, নির্মাতা ও অভিনেতা হুমায়ূন সাধুসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।

বিজ্ঞাপন

শরাফ আহমেদ জীবন বলেন, কারখানা এন্টারটেনইমেন্ট মূলত বিনোদন নির্ভর চ্যানেল হিসেবে কাজ করবে। এতে নাটক, মিউজিক ভিডিওসহ বিনোদনের সব ধরনের আইটেম থাকবে।

কারখানা এন্টারটেইনমেন্টের প্রথম কনটেন্ট হিসেবে নির্মিত হয়েছে ‘ভূত হইতে সাবধান’ নাটকটি। এতে অভিনয় করেছেন- মিশু সাব্বির, তমা মির্জা, ইয়াশ রোহান, সাফা কবীর, হুমায়ূন সাধু, কচি খন্দকারসহ অনেকে।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Aug/10/1565416101853.jpg নাটকটি ঈদের তৃতীয় দিন নাগরিক টিভিতে প্রচারিত হবে। তারপর আইফ্লিক্স ও কারখানা এন্টারটেইনমেন্টএ দেখা যাবে।

বিজ্ঞাপন

শরাফ আহমেদ জীবন বলেন, ‘খুব তাড়াতাড়ি আমরা নতুন প্রোডাকশনে হাত দেব। এরইমধ্যে আমাদের পরিকল্পনা চূড়ান্ত হয়েছে। ঈদের পরপরই কাজে নেমে পড়ব।’