ওয়েব দুনিয়ায় ভার্মার মাফিয়ারা
মুম্বাইয়ের অন্ধকার জগৎ নিয়ে দুইটি আলাদা চলচ্চিত্র বানিয়েছিলেন রাম গোপাল ভার্মা।
একটি ‘কোম্পানি’ (২০০২) এবং অন্যটি ‘ডি’ (২০০৫)।
এবার তিনি একসঙ্গে বানাচ্ছেন ‘ডি কোম্পানি’।
এটি ওয়েব সিরিজ।
গতকাল বৃহস্পতিবার এ সম্পর্কে ফেসবুকে জানিয়েছেন আরজিভি।
এটিই হতে চলেছে মুম্বাই আন্ডারওয়ার্ল্ডের অন্তিম বিবরণী।
তিনি বলছেন-
ডি কোম্পানি নিয়ে গবেষণা করতে গিয়ে গত বিশ বছর ধরে আমি গ্যাংস্টার থেকে এনকাউন্টার কপ থেকে আন্ডারওয়ার্ল্ডের দালাল, এমনকী আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে জড়িত বহু ফিল্ম জগতের লোকজনের সঙ্গে ঘনিষ্ঠভাবে মিশেছি।
এই ওয়েব সিরিজে কেবল দাউদের জীবনই দেখানো হবে না।
পুরো ডি কোম্পানিই এর বিষয়।
আরজিভি লিখছেন-
ডি কোম্পানি সিরিজে দেখা যাবে খুচরো গুণ্ডা দুউদ ইব্রাহিম কীভাবে পাঠান গ্যাংকে উৎখাত করলো এবং দুবাইয়ে চলে যাওয়ার পর রুপোলি পর্দার তারকা সহ বিভিন্ন ক্ষমতাধর লোকজনের সঙ্গে মিশে ডি কোম্পানিকে গ্ল্যামারাস ও কর্পোরেট চেহারা দিলো।
ওয়েব সিরিজটির ব্যাপারে আরও কিছু তথ্য জানিয়েছেন তিনি।
বলছেন-
কীভাবে বাবরি মসজিদ ধ্বংসের পরে ভয়াবহ দাঙ্গা, সেখান থেকে ৯৩-এর মুম্বাই বিস্ফোরণ, ছোটা রাজনের দাউদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, ছোট ছোট গ্যাংয়ের লিডারদের উপরে ওঠার বাসনা, এসবের ফলে ৯০-এর দশকের শেষে অপরাধমূলক কাজকর্মের বাড়বৃদ্ধি, এসবই থাকবে ওয়েব সিরিজে।
ডি কোম্পানি ওয়েব সিরিজের শুটিং শুরু হবে কিছুদিনের মধ্যেই।
নামও ঘোষিত হবে কলাকুশলীদের।
আরজিভি বলছেন-
অন্তত ৫টি সিজন থাকবে ডি কোম্পানির। প্রতি সিজনে থাকবে ১০টি করে এপিসোড।
এর আগে একই বিষয় নিয়ে ১৯৯৮ সালে ‘সত্য’ বানিয়েছেলেন তিনি।
২০১৩ সালে সিনেমা হলে আসে ‘সত্য ২’।
আরও পড়ুনঃ