অ্যালেন শুভ্র’র বাড়ি ফেরা

  • সিনিয়র করেসপন্ডেন্ট
  • |
  • Font increase
  • Font Decrease

নাটকের দৃশ্যে অ্যালেন শুভ্র

নাটকের দৃশ্যে অ্যালেন শুভ্র

বোনের শশুর বাড়ির আবদার কোরবানীর ঈদে গরু চাই।

কিনে দিতে হবে।

কিন্তু ব্যর্থ অ্যালেন শুভ্র।

বিজ্ঞাপন

এমনটাই দেখা যাবে ‘বাড়ি ফেরা’ গল্পে।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Aug/21/1534854505182.jpg
বাড়ি ফেরা : পোস্টার

মঙ্গলবার ২১ আগস্ট মধ্যরাতে ‘বাংলাদেশ টাইমস’ ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে এই শর্ট ফিল্ম।

বিজ্ঞাপন

এটি পরিচালনা করেছেন বাপ্পী খান।

গল্প ও প্রোযোজনায় হাবিব মনসুর।

তিনি বলছেন-

ঘটনাটি বাস্তব। ঈদে বোনের শশুর বাড়ির আবদার মেটাতে ভাই যে পরিমান বিপর্যস্ত হন, তার বর্ণনা পাওয়া যাবে গল্পে। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি হয়তো অনেককে কাঁদাবে। কারণ বাংলাদেশের সমকালীন সমাজ বাস্তবতা। অনেকেই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির সঙ্গে নিজের মিল খুঁজে পাবেন। আর এখানেই নির্মাণের স্বার্থকতা।

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির দৃশ্য ধারণ করা হয়েছে পুরান ঢাকার নারিন্দা, সদরঘাট এলাকায়।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Aug/21/1534854590158.jpg
অ্যালেন শুভ্র

অ্যালেন শুভ্র সেখানে একটা ছোটখাটো চাকুরি জুটিয়েছেন।

বাসা ভাড়া কম।

অফিস কাছে।

এভাবে তাকে ঘিরেই গল্পটা আবর্তিত।

‘বাড়ি ফেরা’য় আরও অভিনয় করেছেন, রনি, আদনান, জিহাদ প্রমুখ।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Aug/21/1534854622285.jpg
অ্যালেন শুভ্র

নির্মাতা বাপ্পী খান বলছেন-

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি বাংলাদেশ টাইমস প্রোডাকশন-এর। ঈদের বিশেষ দিনগুলোতে আরও কিছু শর্ট ফিল্ম আসছে। এখন সেসবের শুটিং-এর কাজ চলছে। এছাড়া একই প্রযোজনায় হৃদয় খান, তাহসান বা অপূর্ব; এদের যে কোনো কাউকে নিয়ে ভিন্ন কিছু দেখানো হবে। যা উন্মুক্ত করা হবে এই প্রডাকশনের ইউটিউব চ্যানেলে।