রোববার ফের সংলাপ চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দেবে ঐক্যফ্রন্ট
প্রধানমন্ত্রী বরাবর সংলাপের আহ্বান জানিয়ে রোববার (৪ নভেম্বর) আবারও চিঠি পাঠাবে জাতীয় ঐক্যফ্রন্ট।
শনিবার (৩ নভেম্বর) মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে জাতীয় ঐক্যফ্রন্টের বৈঠক থেকে বের হয়ে সাংবাদিকদের এমন কথা বলেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।
এদিকে জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র করা হয়েছে বিএনপির মহা সচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে।
গত ১ নভেম্বর সাত দফা দাবি তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সংলাপে বসেন ঐক্যফ্রন্টের নেতারা। সাড়ে তিন ঘণ্টার বৈঠক শেষে ‘সংলাপ ভালো হলেও সমাধান পাননি’ বলে মন্তব্য করেছিলেন ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন। অন্যদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ‘ আলোচনার জন্য প্রধানমন্ত্রীর দরজা খোলা আছে। ৮ নভেম্বরের মধ্যে আবারও সীমিত আকারে সংলাপ হতে পারে’ বলে জানিয়েছিলেন। এর প্রেক্ষিতে ফের সংলাপের কথা জানিয়ে ইসিকে তফসিল ঘোষণার তারিখও পেছানো দাবি জানান ঐক্যফ্রন্ট।