রক্তচাপ মাপতে অ্যাপসটি ওপেন করে নিজের একটি ভিডিও ধারণ করতে হবে। ধারণ করা ঐ ফেশিয়াল ভিডিওতে স্মার্টফোনের অপটিক্যাল সেন্সরের সাহায্যের রক্ত চলাচল পদ্ধতি অনুসরন করে ট্রান্সডারমাল অপটিক্যাল ইমেজিং মডেলে রক্তচাপ মাপা যায়। এর মাধ্যেম তারা বুঝতে পারবেন কখন তাকে ডাক্তার দেখাতে হবে।