দলবেঁধে খেলা দেখতে এসেছেন গ্রামবাসী। সব মিলিয়ে প্রায় হাজার পাঁচেক তো হবেই। তবে ক্রিকেট বা ফুটবল নয়, খেলাটি ছিলো দেশের জাতীয় খেলা হা-ডু-ডু। ক্রিকেট, ফুটবল কিংবা হকি'র মতো ভিনদেশি খেলার দাপটে হা-ডু-ডু হারিয়ে যেতে বসলেও জনপ্রিয়তা কমেনি একটুও। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই খেলার আসর বসেছিল ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ধানীখলা গ্রামে।