ময়মনসিংহের গৌরীপুর উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামের দর্শক গ্যালারি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে জরাজীর্ণ গ্যালারিটি এখন কোনোমতে দাঁড়িয়ে আছে। যেকোনো সময় গ্যালারিটি ধসে পড়ার আশঙ্কা আছে। ঝুঁকিপূর্ণ হওয়ায় গ্যালারিতে বসে দর্শকদের খেলা উপভোগ করতে কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা রয়েছে। ১৯৮৩ সালে ক্রীড়া ও সংস্কৃতি তহবিলের অর্থায়নে স্টেডিয়ামের গ্যালারিটি তৈরি করা হয় দীর্ঘ ৩৬ বছরেও স্টেডিয়ামের গ্যালারির কোনো ধরনের সংস্কার হয়নি।