চলতি বছরের ১ আগস্ট ডিজিটাল মাল্টিমিডিয়া নিউজপোর্টাল বার্তাটোয়েন্টিফোর.কম গারো আদিবাসীদের ভাষায় প্রথম রবীন্দ্র সংগীত বের করে। বহুল জনপ্রিয় ‘পাগলা হাওয়ার বাদল দিনে’-রবীন্দ্রসংগীতটি গারো ভাষায় রিলিজের পর থেকে ব্যাপক জনপ্রিয়তা পায় ওই সম্প্রদায়ের মানুষের কাছে। সম্প্রতি ধানকাটার মৌসুমে গারোরা ওয়ানগালা উৎসব পালন করছে। শুক্রবার ১ নভেম্বর রাজধানীর বনানীতে অনুষ্ঠিত ওয়ানগালা উৎসবে বার্তার আয়োজনে গারো ভাষার সেই রবীন্দ্রসংগীতের সঙ্গে নৃত্য পরিবেশন করতে দেখা যায়। মনোমুগ্ধকর ওই নৃত্য পরিবেশন করেন গারো শিল্পীরা।