বাংলাদেশের সর্ব উত্তরের কৃষি সমৃদ্ধ জেলা ঠাকুরগাঁও। এই জেলায় প্রচুর পরিমাণে উৎপাদিত হয়ে থাকে শীতকালীন সবজি। ফুলকপি, বাঁধাকপি, মুলা, করলা, বেগুনসহ নানা ধরনের শীতকালীন সবজি আবাদ হয় এখানে। ঠাকুরগাঁও সদর উপজেলার ফারাবাড়ি, বাসিয়াদেবী, নারগুণ, আঁকচাসহ বিভিন্ন উপজেলার মাঠজুড়ে এখন শুধু সবজি আর সবজি।কেউ করেছেন নিজের জমিতে, কেউবা অন্যের জমি লিজ নিয়ে। সবজির ফলন ভালো ও দাম পাওয়া যাচ্ছে অনেকটাই। প্রতিদিন সকালে ক্ষেত থেকে সবজি তুলে সড়কের পাশে স্তুপ করে রাখছেন কৃষক ও শ্রমিকরা। সেখান থেকে কিনে নিয়ে যাচ্ছেন পাইকাররা।