লাভজনক ফসল হওয়ায় বগুড়ার কৃষক আলু চাষে ব্যস্ত সময় পার করছেন।অনেকে আবার সাথী ফসল হিসেবে কলার জমিতে আলুর বীজ বপন করছেন।বগুড়া সদর, শিবগঞ্জ, গাবতলী এলাকা ঘুরে দেখা গেছে কমে গেছে ধানের চাষ। মাঠের পর মাঠ বপন করা হয়েছে আলু বীজ।কৃষি বিভাগ বলছে চলতি মৌসুমে জেলার ১২ উপজেলায় ৫৫, ৪৫৪ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।এ পর্যন্ত দুই হাজার তিনশ হেক্টর জমিতে আলু চাষ হয়েছে।