বিলুপ্তপ্রায় লোকসাহিত্যের একটি অন্যতম আঙ্গিক হল ঘাটুগান। নেত্রকোনার হাওরাঞ্চলের মানুষের কাছে সবচেয়ে প্রিয় একটি বিনোদন এই ঘাটুগান।এক সময় এই অঞ্চলের প্রায় প্রতি গ্রামেই বসত ঘাটু গানের আসর। কিন্তু বর্তমানে এই গান আর খুব একটা দেখা যায় না।