লক্ষ্মীপুরে ডায়াবেটিক হাসপাতালের স্বপ্ন দেখেছিলেন মরহুমা হোসনেয়ারা বেগম। তার এ স্বপ্নটি ১৯৮৬ সালের। আর তাকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতেই ছেলে দেলোয়ার হোসেন ডায়াবেটিক সমিতি গঠন করেন। সেখান থেকেই আজকের লক্ষ্মীপুরের ডায়াবেটিক হাসপাতাল, যেখানে শতকরা ৩০ শতাংশ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দেয়া হচ্ছে।