মাঠের পর মাঠ অগ্রহায়ণের শীতল মিষ্টি বাতাসে দোল খাচ্ছে সোনালি ধানের শীষ। মাঠ ভর্তি সোনার ফসল ঘরে তুলতে ব্যস্ত হয়ে পড়েছেন কিষান কিষানী। যশোর জেলার আট উপজেলায় ফলন ভালো হলেও কৃষকদের মুখে হাসি নেই। বিঘা প্রতি ১৮ থেকে ২০ মণ ধান হবে। প্রতি মণ আমন আবাদে এবার তাদের ৭৫০ থেকে ৮০০ টাকার মতন খরচ হয়েছে।হাটে বাজারে ধানের দাম আশানুরূপ নয়। বর্তমানে বাজার মান ও প্রকারভেদে প্রতি মণ ৬শ’ থেকে ৭শ’ টাকা বিক্রি হচ্ছে।