জলবায়ুর পরিবর্তনের সঙ্গে সঙ্গে কমে গেছে চলনবিলে মাছের উৎপাদন। চলনবিল অধ্যুষিত নাটোরের সিংড়া, নলডাঙ্গা ও গুরুদাসপুরের শুটকি পল্লী হুমকির মুখে পড়েছে। শুটকি উৎপাদন আশঙ্কাজনক হারে কমে যাওয়ায় দুশ্চিন্তায় ব্যবসায়ীরা। পেশা সঙ্কটেও পড়েছেন এর সঙ্গে জড়িত শ্রমিকসহ সংশ্লিষ্টরা। দ্রুত অর্থঋণ সুবিধাসহ সরকারি সহায়তা চান তারা।