ইতিহাস, ঐতিহ্য আর সংস্কৃতির উর্বর ভূমি ও দেশের প্রথম শত্রু মুক্ত ডিজিটাল জেলা যশোর। মহান মুক্তিযুদ্ধের চেতনাকে উজ্জীবিত রাখতে মুক্তিযুদ্ধের ইতিহাস ভিত্তিক নানা ভাস্কর্য-ম্যুরাল দিয়ে সাজানো হয়েছে যশোর শহরের বিভিন্ন চত্বর, দেয়াল ও স্কুল-কলেজের ক্যাম্পাস। যশোর শহর ঘুরলে চোখে পড়বে বঙ্গবন্ধুর ম্যুরাল, স্বাধীন বাংলার পতাকা হাতে সপরিবারে শাস্তির পায়রা ওড়ানোর ভাস্কর্য, বিজয়-৭১, চেতনায় চিরঞ্জীব, প্রদীপ্ত স্বাধীনতা ভাস্কর্য ও স্বাধীনতার উন্মুক্ত মঞ্চ।