কৃষিজমিতে ইটভাটা স্থাপন ও পুকুর খননের কারণে নাটোরের গুরুদাসপুরের তাড়াশিপাড়া ও চিতলাপাড়ার আবাদি জমি কমে যাচ্ছে। পাশাপাশি কমছে ফুলকপির উৎপাদনও। উপজেলায় আবাদি জমিতে ১৩টি ইটভাটা স্থাপন করায় গত মৌসুমের তুলনায় চলতি বছর ২ হেক্টর জমিতে ফুলকপি চাষ কম হয়েছে।