বাঁশজাত গৃহস্থালি জিনিসপত্র বিক্রি করে জীবিকা নির্বাহ করছে কুড়িগ্রামের টাপু ভেলাকোপা গ্রামের প্রায় ১০টি পরিবার। কারুপণ্য বিক্রি থেকে প্রাপ্ত অর্থেই পরিবারের সব খরচ চলে তাদের। বাঁশ দিয়ে হাতপাখা, কুলা, ডালি, হোড়পা ও চাইলনের মত গৃহস্থালি জিনিসপত্র তৈরি করে পরিবারগুলো। বাঁশ কিনে বাড়িতে পরিবারের লোকজন মিলে এসব কারুপণ্য তৈরি করে।পরিবারের সবাই কাজ করলে প্রতিদিন সব খরচ মিলে ৪০০-৫০০ টাকা আয় করা সম্ভব।