১৯৪৭ সালে চট্টগ্রামের পাহাড়তলীতে ৩৫ একর জায়গা জুড়ে গড়ে ওঠে রেলকারখানা। দ্বিতীয় বৃহত্তম এ কারখানায় কোচ ও মালবাহী রেলের ভারী যন্ত্রাংশ মেরামত করা হয়। কোচ মেরামতের জন্য কারখানায় ২২টি সাবশপ রয়েছে।