বাংলাদেশের তৃতীয় চা অঞ্চল হিসেবে পরিচিত পঞ্চগড়। উত্তরাঞ্চলের প্রান্তিক এজেলার চারপাশ এখন সবুজ চাবাগানে পরিপূর্ণ। সিলেট কিং বা চট্টগ্রামের চা বাগান উঁচু-নিচু ভূমিতে হলে ও এখানকার সব বাগানই সমতল ভূমিতে। কৃষি জমি, বাঁশঝাঁর, বনজ ও ফল বাগান উজাড় করে সমতলে গড়ে উঠা এসব চা বাগানে কর্মসংস্থান হয়েছে হাজার হাজার নারী পুরুষের। আগে যেখানে নারীরা ঘর থেকে বের হতো না, সেই নারীরাই এখন চা-শিল্পের সঙ্গে যুক্ত হয়ে সংসারের হাল ধরেছেন।