সাভারের বেশ কয়েকটি স্থান 'চায়না সবজি গ্রাম' নামে পরিচিত লাভ করেছে জীবিকার তাগিদে গ্রামের কৃষকেরা চায়না সবজি চাষ শুরু করে। চায়নিজ খাবারের জনপ্রিয়তা বেড়ে যাওয়ায় চাহিদা বেড়েছে এসব সবজির। সাভারে প্রায় ৮০ হেক্টর জমিতে এসব সবজি চাষ হচ্ছে।