সকাতরে কাঁদিছে সবাই ভীতি, বেদনা, উৎকণ্ঠা, ত্রাসে। বিপন্ন পৃথিবীর এমন চেহারা আগে আর দেখা যায়নি। করোনাভাইরাসের আক্রমণে তাপিত ও পীড়িত বিশ্বে প্রেম, মৈত্রী, কল্যাণধ্বনি উচ্চারিত হচ্ছে। ইবাদত, আরাধনায় মগ্ন সবাই বিপদ উত্তরণের আশায়। একটি প্রেম ও প্রার্থনার গানে 'প্রাণে প্রাণে মঙ্গলবার্তা' উচ্চারণের কথা বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। নেপথ্যে কণ্ঠ দিয়েছেন কলকাতা থেকে বিশিষ্ট শিল্পী প্রীতিশ্রী রায়।