মসজিদে হারামের কাছে সুবিশাল জমজম টাওয়ারের (ঘড়িওয়ালা বিল্ডিং) পেছনের এলাকার নামই মিসফালা। মিসফালায় ইবরাহিম খলিল রোডের শেষ অংশে ছোট্ট মাঠের মতো একটি খোলা জায়গা রয়েছে। সেখানে দিনের বেলা প্রায় সব সময় অসংখ্য কবুতর থাকে। এসব কবুতর কোথা থেকে এসেছে, কেউ জানে না। দেখতে অনেকটা আমাদের দেশের জালালি কবুতরের মতো। কবুতরের বিচরণ ভূমি হিসেবে ওই জায়গার নাম হয়েছে- কবুতর চত্বর বা কবুতরের মাঠ।