টাকার অভাবে রুবেল আলীর ভাই-বোনরা প্রাইমারি থেকেই ঝরে পড়ে। রুবেল আলীর পড়াও প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। একবেলা মাঠে কাজ করে সেই টাকায় স্কুলের খরচ জোগাতেন। অদম্য রুবেল আলী হাইস্কুলে পড়ার সময়েই ফ্রিল্যান্সিংয়ে যুক্ত হন। এখন বাড়িতে বসেই মাসে ৩ থেকে ৪ লাখ টাকা রোজগার করছেন। তার মাধ্যমে কর্মসংস্থান হয়েছে আরও পনের জনের। ভূমিহীন রুবেল আলী এখন ডিজিটাল বাংলাদেশের রোল মডেল।