নতুন আইন সম্পর্কে এখনো সচেতনতার বাহিরে রয়েছে কিছু পথচারী। ছবিটি রাজধানীর বাংলামটর থেকে তুলেছেন সুমন শেখ।
গাড়ি চালানোর সময় মোবাইল ফোনে কথা বললে এক মাসের কারাদণ্ড এবং ২৫ হাজার টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। ছবি : সুমন শেখ
চলন্ত অবস্থায় ইউটার্নের সময়ও ইন্ডিকেটরের সঠিক ব্যবহার করতে দেখা যায় না চালকদের মাঝে। ছবিটি রাজধানীর বিজয় স্বরণী থেকে তুলেছেন সুমন শেখ।
রেড-রেঞ্জার, সাধারনত ক্যামেরুনে চাষ হয়ে থাকে এই লাল আদা ফুলের। ছবিটি হোটেল ইন্টার কন্টিনেন্টাল থেকে তোলা। ছবি : সুমন শেখ
রেড-রেঞ্জার, সাধারনত ক্যামেরুনে চাষ হয়ে থাকে এই লাল আদা ফুলের। ছবিটি হোটেল ইন্টার কন্টিনেন্টাল থেকে তোলা। ছবি : সুমন শেখ
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শতবর্ষ স্মরণোৎসবে উদ্বোধনী অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করছেন শিল্পীরা। ছবিটি সিলেট থেকে তুলেছেন আবু বকর
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শতবর্ষ স্মরণোৎসবে উদ্বোধনী অনুষ্ঠানে হাজারো মানুষের ঢল। ছবিটি সিলেট থেকে তুলেছেন আবু বকর