বর্ষাকাল। কিন্তু বর্ষার মূল উপসর্গ বৃষ্টির তেমন দেখা নেই। গরমে অতিষ্ঠ নগরবাসী। অবশেষে সোমবার দুপুরে মুষলধারায় নামে ঝুম বৃষ্টি। রাস্তাঘাটে পানি জমে যায়। বৃষ্টি আর রাস্তায় জমে থাকা পানিতে ভোগান্তিতে পড়লেও নগরবাসীর মনে প্রশান্তি ও স্বস্তি। স্কুল ছুটির পর আষাঢ়ে বৃষ্টিতে ভিজতে ভিজতে বাড়ি ফেরার আনন্দই আলাদা। এমন দৃশ্য মনে করিয়ে দেয় নিজেদের ছোটবেলার কথা।