
গ্রামের প্রত্যন্ত অঞ্চলের মানুষ নানা উপায়ে জীবিকা ধারণ করেন। একটা সময় গরুর গাড়ি, ঘোড়ার গাড়ির প্রচলন ছিলো ব্যাপক। কালের গর্ভে সেই বাহনগুলো এখন অনেকটাই বিলুপ্ত। তবে দেশে চরাঞ্চল ও প্রত্যন্ত অঞ্চলে এখন কিছু এই বাহনগুলো খোঁজ মিলে। যেখানে বিশ্বায়নের ছোঁয়া এখনও পৌঁছায়নি- সেই সব অঞ্চলে ঘোড়ার গাড়ি-গরুর গাড়ির দেখা মেলে। ঘোড়ার গাড়ি করে জীবিকা নির্বাহের একটি ছবি জীবন ও প্রকৃতি বিভাগে পাঠিয়েছেন সালাহ উদ্দিন আহমেদ।