
নদীর সৌন্দর্য যে কাউকেই মুগ্ধ করে। নদীর কিনারে মা রাজহাঁস কোনো ডর-ভয় না করে হাঁস ছানাদের নিয়ে দলবদ্ধভাবে গোসল করে সাঁতার কাটছে। যেন মনে হয় এক ঝাঁক রাজহাঁস হৃদয়ের দাবি রেখেছিল মেঘালয়ের পাদদেশে হৃদয়ের জলছাপে ধূসর অস্তরাগে অন্তবিহীন সুখবিলাসে মায়াময় অস্তিত্বের নিবিড় সীমারেখায়। জীবন ও প্রকৃতি বিভাগে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের মেঘনা নদী থেকে ছবি তুলেছেন লোকমান হোসেন।