
রাজধানীতে সকাল থেকে আবহাওয়া ছিল বেশ ঠান্ডা। দুপুর গড়ালেই কালো মেঘে ছেয়ে যায় আকাশ। ছবি : সুমন শেখ/ বার্তা২৪.কম।

বৈশাখী দুপুরে রুম ঝুমিয়ে বৃষ্টি পরে। ছবি : সুমন শেখ/ বার্তা২৪.কম।

বৈশাখী দুপুরে বৃষ্টিতে ভেজা কৃষ্ণচূড়া। ছবি : সুমন শেখ/ বার্তা২৪.কম।

বৃষ্টিস্নাত কৃষ্ণচূড়ায় বসে আছে সবুজ টিয়া পাখি। ছবি : সুমন শেখ/ বার্তা২৪.কম।

কৃষ্ণচূড়া ফুলের সৌন্দর্যে মুগ্ধ হয়ে এক ডাল থেকে আরেক ডালে উড়ে যাচ্ছিল কচি পাতার সবুজ রঙে আবৃত টিয়া পাখিটি। ছবি : সুমন শেখ/ বার্তা২৪.কম।