বিষ প্রয়োগে সন্তান হত্যা: সেই মায়ের বিরুদ্ধে মামলা

ঠাকুরগাঁও, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট,বার্তা টোয়েন্টিফোর.কম,ঠাকুরগাঁও | 2023-08-31 03:57:38

পারিবারিক কলহের জের ধরে ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ায় দুই সন্তানকে বিষ প্রয়োগে হত্যার অভিযোগে মা নুরবানু আক্তারের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন তার স্বামী সেলিম উদ্দীন।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) দুপুরে রুহিয়া থানায় মামলাটি দায়ের করেন সেলিম উদ্দিন। বিষয়টি নিশ্চিত করেছেন রুহিয়া থানার ওসি প্রদীপ কুমার রায়।

এদিকে নুরবানু এখনো ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রুহিয়া থানার ওসি প্রদীপ কুমার রায় বলেন, নিজের ২ সন্তানকে বিষ দিয়ে হত্যা এবং নিজেও বিষপানে আত্মহত্যার চেষ্টার অভিযোগে গৃহবধূ নুরবানু আক্তারের বিরুদ্ধে মামলা হয়েছে। তিনি হাসপাতালে পুলিশি নজরদারিতে রয়েছেন। সুস্থ হয়ে উঠলেই তাকে গ্রেফতার করা হবে।

জানা যায়, ৫ সেপ্টেম্বর রাতে শাশুড়ির সঙ্গে ঝগড়া হয় নুরবানুর। পরের দিন সকালে তার স্বামী বাসা থেকে বের হয়ে যাওয়ার পরেই নুরবানু তার দুই বাচ্চার মুখে বিষ দিয়ে নিজে আত্মহত্যার চেষ্টা করেন। এ সময় স্থানীয় ও পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশু  নুরুজ্জামানকে (১৮ মাস) মৃত ঘোষণা করেন। তার কয়েক ঘণ্টা পর আরেক শিশু শাম্মী আক্তারও (৬) মারা যায়।

আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে মায়ের দেওয়া বিষে আরেক সন্তানের মৃত্যু

ঠাকুরগাঁওয়ে মায়ের দেওয়া বিষে সন্তানের মৃত্যু

এ সম্পর্কিত আরও খবর