নারায়ণগঞ্জের ফতুল্লার পিকুনিতে জঙ্গি আস্তানায় বোমা তৈরি করা হতো। সম্প্রতি ঢাকার একাধিক স্থানে বিস্ফোরিত ককটেলের সঙ্গে ঘটনাস্থল থেকে উদ্ধারকৃত বিস্ফোরকের মিল পাওয়া গেছে।
সোমবার (২৩ সেপ্টেম্বর) পৌনে ১২টার দিকে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মনিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান।
তিনি বলেন, ‘আটককৃত তিনজনই নব্য জেএমবির সদ্য। তাদেরকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এরা হলেন- ফরিদ উদ্দিন রুমি (২৭), জামাল উদ্দিন রফিক ও জান্নাতুল ফোয়ারা অনু। এর মধ্যে রুমির দেওয়া তথ্য অনুযায়ী আরও একজনকে আটক করা হয়।’
এর আগে, ভোর রাত থেকেই ওই আস্তানা ঘিরে রেখেছিল জেলা পুলিশ। পরে বেলা ১১টার দিকে ঘটনাস্থলে পৌঁছায় বোম্ব ডিস্পোজাল ইউনিট। এরপর পৌনে ১টার দিকে বাড়িটিতে অভিযান শুরু করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।
আরও পড়ুন: ফতুল্লায় ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে বাড়ি ঘিরে রেখেছে পুলিশ