না.গঞ্জের ‘জঙ্গি আস্তানায়’ অভিযান শুরু
নারায়ণগঞ্জের ফতুল্লার পিকুনিতে জঙ্গি আস্তানা অভিযান শুরু করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।
সোমবার (২৩ সেপ্টেম্বর) পৌনে ১টার দিকে অভিযান শুরু হয়।
এর আগে, ভোর রাত থেকেই ওই আস্তানা ঘিরে রেখেছিল জেলা পুলিশ। পরে বেলা ১১টার দিকে ঘটনাস্থলে পৌঁছায় বোম্ব ডিস্পোজাল ইউনিট। তারপর অভিযান শুরু হয়। বার্তাটোয়েন্টিফোর.কমকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মনিরুল ইসলাম।
আরও পড়ুন: ফতুল্লায় ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে বাড়ি ঘিরে রেখেছে পুলিশ
মনিরুল ইসলাম বলেন, ‘জঙ্গি আস্তানায় অভিযান শুরু হয়েছে। বাড়িটিতে মূলত বোমা তৈরি করা হত। সেখানে বোমা ও বোমা তৈরির সরঞ্জাম রয়েছে। রোবটের মাধ্যমে আমরা বাড়িটি পর্যবেক্ষণ করেছি।’
অন্যদিকে, ওই বাড়ির মালিকসহ যে তিনজনকে আটক করা হয়েছে। তারা সবাই নব্য জেএমবির সদস্য বলে জানিয়েছেন এই কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান।