পাকা ঘর পাচ্ছেন বোবাবাড়ির বাকপ্রতিবন্ধী চানবানু

ময়মনসিংহ, দেশের খবর

উপজেলা করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, গৌরীপুর (ময়মনসিংহ) | 2023-08-31 00:13:08

ময়মনসিংহের গৌরীপুরের সহনাটি ইউনিয়নের পলটিপাড়া গ্রামের বোবাবাড়ির বাকপ্রতিবন্ধী চানবানুকে পাকা ঘর নির্মাণ করে দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে।

সোমবার (৪ নভেম্বর) সকালে বার্তাটোয়েন্টিফোর.কমকে এ বিষয়টি নিশ্চিত করেছেন গৌরীপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিস সহকারী আব্দুল করিম।

তিনি বলেন, ‘টিআর কর্মসূচি প্রকল্প থেকে বাকপ্রতিবন্ধী চানবানুকে পাকা ঘর নির্মাণ করে দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। ইতোমধ্যে তার নাম তালিকাভুক্ত করা হয়েছে। ঘর নির্মাণে ব্যয় হবে প্রায় ৩ লাখ টাকা।’

এদিকে গত ২০ জুলাই বার্তাটোয়েন্টিফোর.কমে ‘বোবাবাড়িতে ১১ বাকপ্রতিবন্ধী, ভাতা পান ১ জন’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত সংবাদটি গৌরীপুরের  সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার ফারহানা করিমের নজরে আসলে চানবানুর জন্য একটি পাকা ঘর নির্মাণের উদ্যোগ নেন তিনি।

সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার ফারহানা করিম বলেন, ‘বার্তাটোয়েন্টিফোর.কমে খবর পড়ে বিষয়টি আমি জানতে পারি। পরে বাকপ্রতিবন্ধী চানবানুর নামে পাকা ঘর নির্মাণের একটি প্রস্তাব তালিকাভুক্ত করে সংশ্লিষ্ট দফতরে পাঠাই। অনুমোদন হলেই ঘর নির্মাণ করা হবে।’

আরও পড়ুন: বোবাবাড়িতে ১১ বাকপ্রতিবন্ধী, ভাতা পান ১ জন

এ সম্পর্কিত আরও খবর