বুড়িমারীতে সিলিকোসিসে আরও এক শ্রমিকের মৃত্যু

লালমনিরহাট, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, লালমনিরহাট | 2023-09-01 16:01:05

লালমনিরহাটে পাটগ্রাম উপজেলায় মরণব্যাধি সিলিকোসিস রোগে আক্রান্ত আমিনুর রহমান (৩২) নামে আরও এক পাথর শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার বুড়িমারী ইউনিয়নের নামাজিটারী এলাকায় নিজ বাড়িতে মারা যান তিনি। দীর্ঘদিন থেকে মরণব্যাধি সিলিকোসিস রোগে ভুগছিলেন তিনি।

পাথর শ্রমিক আমিনুর রহমান উপজেলার বুড়িমারী ইউনিয়নের নামাজিটারী এলাকার কাচু মিয়া ছেলে।

স্থানীয়রা জানান, বুড়িমারী স্থলবন্দরে পাথর শ্রমিক হিসেবে তিনি কাজ করতেন আমিনুর রহমান। প্রায় এক বছর আগে শ্বাসকষ্ট অনুভব করলে রংপুর মেডিকেল কলেজে চিকিৎসা নেন। সেখানে চিকিৎসকরা জানান, মরণব্যাধি সিলিকোসিস রোগে আক্রান্ত হয়েছেন তিনি। দীর্ঘদিন চিকিৎসা নেওয়ার পর সুস্থ হয়ে বাড়িতে এলে ফের অসুস্থ হয়ে পড়লে ভোর সাড়ে চারটার দিকে তিনি মারা যান।

এর আগে চলতি মাসের ১৫ ফেব্রুয়ারি বুড়িমারী স্থলবন্দরের পাথর ভাঙা শ্রমিক সুরক্ষা কমিটির সভাপতি মমিন মিয়া (৩৮) একই রোগে আক্রান্ত হয়ে মারা যায়। এখন পর্যন্ত বুড়িমারী স্থলবন্দরে পাথর ভাঙা কাজে নিয়োজিত শ্রমিকদের মধ্যে এই মরণব্যাধি সিলিকোসিস রোগে আক্রান্ত হয়ে ৭৩ জনের মৃত্যু হয়েছে বলে বেসরকারি সূত্র জানিয়েছে।

পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ অরুপ পাল সত্যতা নিশ্চিত করে বলেন, পাথর ভাঙা শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে হলে কারখানাগুলো স্বাস্থ্য সম্মত করতে হবে। কিন্তু বুড়িমারীতে শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষামূলক কর্ম পরিবেশ নেই বলে এ ধরনের রোগীর সংখ্যা বাড়ছে।

আরও পড়ুন- বুড়িমারীতে সিলিকোসিসে পাথর শ্রমিক নেতার মৃত্যু

এ সম্পর্কিত আরও খবর