বুড়িমারীতে সিলিকোসিসে পাথর শ্রমিক নেতার মৃত্যু
লালমনিরহাটের বুড়িমারীতে সিলিকোসিস রোগে আক্রান্ত হয়ে মোমিন মিয়া (৩৪) নামে পাথর শ্রমিক সমিতির সভাপতির মৃত্যু হয়েছে।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মোমিন মিয়া পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের উফারমারা নাটারবাড়ি গ্রামের সহিদার রহমানের ছেলে। তিনি বুড়িমারী পাথর শ্রমিক সমিতির সভাপতি ছিলেন।
এর আগে ১৫ দিন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেন মোমিন উদ্দিন। গত বৃহস্পতিবার অসুস্থতা বোধ করলে তাকে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে তিনি মারা যান।
উল্লেখ্য, ২০০০ সালে ভিক্টোরি মোজাইক কোম্পানি নামে ক্রাশার মেশিন সর্বপ্রথম বুড়িমারী স্থলবন্দরে স্থাপন করেন। এরপর থেকে বাড়তে থাকে পাথর ক্রাশার মেশিনের সংখ্যা। একই সাথে বাড়তে থাকে সিলিকোসিসে শ্রমিক মৃত্যুর সংখ্যাও। বেসরকারি একটি সূত্রমতে এ পর্যন্ত ৭২ জন শ্রমিকের মৃত্যু হয়েছে মরণঘাতি সিলিকোসিসে। সর্বশেষ মৃত্যুর মিছিলে যুক্ত হলেন পাথর শ্রমিকদের অধিকার আদায়ের নেতা মোমিন উদ্দিন।