উপমহাদেশের প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের প্রয়াণে শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যয়। মঙ্গলবার (১৬ নভেম্বর) পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগ নবান্ন থেকে মুখ্যমন্ত্রীর শোকবার্তা জানানো হয়।
শোকবার্তায় মমতা বন্দোপাধ্যয় বলেন, ‘বাংলাদেশের বিশিষ্ট সাহিত্যিক হাসান আজিজুল হকের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি গতরাতে রাজশাহীতে প্রয়াত হন। বাংলা সাহিত্যের অগ্রগণ্য লেখক হাসান আজিজুল হকের উল্লেখযোগ্য গ্রন্থ আগুনপাখি, নামহীন গোত্রহীন, সক্রেটিস, বিধবাদের কথা নানা পাঠে, এই পুরাতন আখরগুলি ইত্যাদি।’
এতে আরও বলা হয়, ‘তার জন্ম বর্ধমানের মঙ্গলকোটের যবগ্রামে, স্কুল জীবনের পড়াশোনা বর্ধমানে। তার প্রয়াণে সাহিত্য জগতে এক অপূরণীয় ক্ষতি হলো।আমি হাসান আজিজুল হকের আত্মীয় পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’