মাহফুজ পারভেজের গুচ্ছ কবিতা

, শিল্প-সাহিত্য

মাহফুজ পারভেজ | 2023-09-01 09:29:23

১.

ধাক্কাধাক্কি

নদী ও সাগরের ভয়ে পাহাড়ে এসেছি
নেই স্রোত, ঢেউ কিংবা প্লাবন
স্থির জায়গা।

আমি জলের স্মৃতি ধরে রাখতে
একখানা এ্যাকুয়ারিয়ম এনেছি
আর কিছু মাছ।

নির্জন পার্বত্য জনপদের প্রান্তে
আমার নিঃসঙ্গ ঘরের প্রতিবেশী
প্রকৃতি ও নিসর্গ।

আর কেউ নেই, কিছু নেই
দিব্যি নিরিবিলি, শুনশান
আবাসের আরামে

অকস্মাৎ বিপদ এলো
দরজায়, মাঝরাতে
ধাক্কাধাক্কির শব্দে!

আর এ্যাকুয়ারিয়মে সন্তরণরত মাছগুলো
উপত্যকার পাইনের সারিতে
ভয়ে মিশে যেতে চাচ্ছে।


২.
ভ্রমণ

শিলিগুড়ি থেকে সলকপুর।
পূর্ব নেপালের পথে।
শিবমন্দির, বাগডোগরা ফ্লাইওভার।
বাঁ দিকে ব্যাঙডুবি মিলিটারি ছাউনি।
সাজানো ক্যান্টনমেন্ট, চা-বাগিচা, অরণ্যানী।
তারপর ত্রিহানা। লোহাগড়।
পানিঘাটার কাছে কালো চিতির মতো রাস্তা।
খানিকটা এবড়ো-খেবড়ো পথ।
শুষ্ক নদীখাত।
নাম চ্যাঙা খোলা।
নদী পথ দেখায়।
গগনচুম্বী পর্বতশিখরের পথ।
কুয়াশায় ঢাকা আবছা মেঘের চাদর। দিকচক্রবাল দৃষ্টিগোচরে ধরা দেয়।
পাথরনুড়ির বোঝায় নদীখাত।
বয়সের ভারে মনে হয় ন্যুব্জ।
তবু পথ দেখায়।
ভ্রমণের ও জীবনের পথ।


৩.
গুরদুমডান্ডা

সমুদ্রপৃষ্ঠ থেকে ১০৫০ ফুট উচ্চে গুরদুমডান্ডা অপার্থিব জায়গা, অকল্পনীয় সুন্দর
অভাবনীয় নৈসর্গিক দৃশ্যে ভরপুর
খোলা দিগন্তের এই হিলস্টেশন থেকে
সূর্যোদয় ও সূর্যাস্ত উভয়ই দৃশ্যমান
হিমালয়ের এই হটস্পট অনেকের অচেনা।

গুরদুমডান্ডা দেখায় বহুমাত্রিক ছবি
নিচে প্রসারিত নেপাল ও ভারতের সমতলভূমি
ভুটানের পাহাড়ের পশ্চিমাংশ
সুন্দরী কাঞ্চনজঙ্ঘার রমণীয় রূপ।
আর কিছু মন্দির, সকতালসিল শৃঙ্গ, পাণ্ডবতল, ভীমসেন ঢুঙ্গা এবং পাহাড়ি ঢাল কেটে পথ।

গুরদুমডান্ডায় বিবশ পতঙ্গের ডানায় জীবন
অ্যালবামের ছবির মতো থমকে থাকে
নীলাম্বরী মেঘের আঁচলে ভোর হয়
নতুন সূর্যোদয়ের একরাশ আশা নির্জনতা ভাঙে
পাখির সুরে কিংবা গৃহপালিত পশুর ডাকে
দিন শুরু হয় আদিম ও অনাদি শ্লথবদ্ধ পায়ে।

ঘরে ঘরে কমলালেবু গাছের সারি
রকমারি ফুলের উদ্যান
পরকে আপন করে নেওয়ার স্বতঃস্ফূর্ততা
ফিরে আসার পরও আলিঙ্গনে জড়িয়ে রাখে।
গুরদুমডান্ডার পাকদণ্ডি পথ, হিমেল ছোঁয়া
গুচ্ছ গুচ্ছ নস্টালজিয়ায় বার বার ডাকে: আয়।

৪.
চাঁদ

ভূতুড়ে অন্ধকারে চাঁদ আলো দিলে ঘুমন্ত চিঠি পড়ি
এটাই আধুনিকতার রীতি
লোডশেডিং অবজ্ঞা করি চাঁদের
সীমাহীন ঔদার্য্যে।

ঘুমন্ত অক্ষর হাতে দাঁড়াই
ঘর ছেড়ে বারান্দায়
খুঁজি অদৃশ্য শত্রু
গণমাধ্যম জানাচ্ছে যুদ্ধ ও শান্তির বার্তা।

গোলাঘরে মজুত অনির্দিষ্টকালের খাবার
ভিড়ের রাস্তাঘাট, সুন্দর এভিনিউ
বৈশাখী বাতাসে চৈত্রের দাহ
আর চারপাশে ঘুরে বেড়ায় ভয়।

একলা ছোট্ট মেয়ে আমার চোখে চোখ রাখে
জানলার গরাদে আটকে গেছে তার মুখ
ভবনগুলোর মাঝে যতদূর চোখ যায়
ফাঁকা, ত্রস্ত ও অস্থির।

কোথাও চুপ করে বসে আছে অন্ধকার
ভয়
নৈশব্দ
জমাট কংক্রিট।

৫.
সৈকত

উদ্দেশ্য ছিল যাব এক নির্জন সৈকতে
যেখানে নিরিবিলিতে প্রাণভরে শ্বাস নেওয়া যায়:
পতেঙ্গায় বড্ড ভিড়
কক্সবাজার জনারণ্য
কুয়াকাটা তথৈবচ
পছন্দের তালিকা জলপাই রঙা স্বাদ জাগায়।

অগত্যা রওনা হলাম ইতিহাসের টানে
এক অনাঘ্রাত দুর্গ দর্শনে
এটাই হবে দিনান্তে আমাদের আস্তানা
দ্রুতই পৌঁছলাম সেখানে
আসার পথে রাস্তায় দেখে এলাম
সবুজের ঘেরাটোপে এক চক্ষু হাসপাতাল।

নিরিবিলিতে প্রাণভরে শ্বাস নিতে এসে দেখি
আমার সৈকত অনেক প্রলম্বিত হয়ে গেছে।

এ সম্পর্কিত আরও খবর