সাহিত্য সংস্কৃতির দেশব্যাপী অভিযাত্রার সূচনা বঙ্গীয়'র

, শিল্প-সাহিত্য

নিউজ ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-09-01 14:41:36

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মহপ্রয়াণ মাসে বঙ্গীয় সাহিত্য সংস্কৃতি সংসদ দেশব্যাপী সাহিত্য সংস্কৃতির অভিযাত্রার সূচনা সম্পন্ন করেছে।

শনিবার (৫ আগস্ট) রাজধানীর আদাবরে বঙ্গীয় কার্যালয়ে শ্রদ্ধার্ঘ্য, বিশ্বপ্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অভিযাত্রার সূচনা করা হয়।

তিনপর্বে অনুষ্ঠিত সভায় পর্যায়ক্রমে সভাপ্রধান ছিলেন বঙ্গীয়'র মুখ্য উপদেষ্টা কবি গীতিকার আজিজুর রহমান আজিজ, বঙ্গীয়'র সভাপতি সংসদের সদস্য কবি নাসির আহমেদ, বঙ্গীয়'র সভাপতি সংসদে সদ্য দায়িত্বপ্রাপ্ত সদস্য, বাংলাদেশ যুব মহিলা লীগের কেন্দ্রীয় সভাপতি সংস্কৃতিজন ডেইজী সরোয়ার।

সভার সূচনায় বিশ্বপ্রদীপ প্রজ্জ্বলন পরিচালনা, শান্তি প্রার্থনা পাঠ ও দেশব্যাপী সাহিত্য সংস্কৃতির অভিযাত্রা বিষয়ক কর্মপদ্ধতি উপস্থাপন করেন বঙ্গীয়'র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কামরুল ইসলাম।

বিভিন্ন পর্যায়ে প্রতিপাদ্য বিষয়ে বক্তব্য রাখেন বঙ্গীয়'র সভাপতি সংসদের সদস্য যথাক্রমে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এএইচ এম মোস্তাফিজুর রহমান, সুফীসাধক কবি শেখ রবিউল হক, বীরমুক্তিযোদ্ধা ওসমান গনি, বঙ্গীয়'র সভাপতি সংসদের সদ্য দায়িত্বপ্রাপ্ত সদস্য, বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব নির্মাতা কাওসার চৌধুরী; বঙ্গীয়'র অন্যতম প্রতিষ্ঠাতা সংসদের সদস্য কবি গবেষক মানিক মোহাম্মদ রাজ্জাক, বঙ্গীয় মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল হায়াত মিয়া, বীর মুক্তিযোদ্ধা রাজ্জাকুল হায়দার চৌধুরী, বঙ্গীয়'র মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল হালিম খান, কোলকাতা ছায়ানটের সভাপতি ও বঙ্গীয়'র আন্তর্জাতিক সদস্য সংগীতশিল্পী সোমঋতা মল্লিক, বঙ্গীয়'র কেন্দ্রীয় সদস্য ও নজরুল সাধক কবি এইচ এম সিরাজ, বাংলাদেশ লেখক পরিষদের সভাপতি কবি সৈয়দ মাজহারুল পারভেজ, বঙ্গীয়র যুগ্ম সাধারণ সম্পাদক কবি নাঈম আহমেদ, বঙ্গীয়'র শিশু-কিশোর সাহিত্য বিষয়ক সম্পাদক স. ম শামসুল আলম, বঙ্গীয়'র গাইবান্ধা জেলার আহবায়ক কবি বেলাল আহমেদ, বঙ্গীয়র কেন্দ্রীয় সমন্বয়ক বার্তা২৪.কম কন্ট্রিবিউটিং এডিটর শাহ ইস্কান্দার আলী স্বপন।

সাহিত্য সংস্কৃতির দেশব্যাপী অভিযাত্রার সূচনা বঙ্গীয়'র

অভিব্যক্তি ব্যক্তসহ কবিতা পাঠে অংশ নেন কবি ও অনুবাদক মাহবুবুল হক, রবীন্দ্র ইন্সটিটিউটের পরিচালক ও সহযোগী অধ্যাপক ফারহানা আক্তার, রাজনীতিক ও কবি তানিয়া সুলতানা হ্যাপী, বঙ্গীয়র কেন্দ্রীয় সমন্বয়ক কবি শাহানা জেসমিন, কবি মোজাফফর বাবু, বঙ্গীয়'র সমন্বয়ক কবি পারভীন আক্তার, লালমাটিয়া মহিলা মহাবিদ্যালয়ের শিক্ষক কবি সৈয়দা নাজনীন আক্তার, বঙ্গীয়'র দলিত উন্নয়ন বিষয়ক সম্পাদক কবি বনানী বিশ্বাস, কানাডার টরেন্টোর প্রবাসী কবি অনিরূদ্ধ আলম, কবি আবৃত্তিশিল্পী জিনিয়া ফেরদৌস, বঙ্গীয়'র আবৃত্তি বিষয়ক সমন্বয়ক জেবুন্নেছা মুনিয়াসহ প্রমুখ।

শহীদ বীরমুক্তিযোদ্ধা শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে সংগীতের মাধ্যমে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন বঙ্গীয়'র সংগীত সম্পাদক রাজিয়া মুন্নী।

অনুষ্ঠানে শ্রদ্ধার্ঘ্য নিবেদনে আরও উপস্থিত ছিলেন অধ্যক্ষ এম নজরুল ইসলাম, বঙ্গীয়'র সমাজসেবা সমন্বয়ক রীনা তালুকদার, কানাডার টরেন্টোয় বসবাসরত কবি গবেষক অনিরূদ্ধ আলম, বাংলাদেশ নারী লেখক সোসাইটির সাধারণ সম্পাদক ও বঙ্গীয়'র নারী উন্নয়ন সম্পাদক কবি সাঈদা নাঈম, কবি নাসরীন আক্তার, কবি শিল্পী বৃষ্টি মাসুদ, কবি সালমা সুলতানা , নারী অধিকার নেত্রী মাহমুদা খানম মিলি. সংস্কৃতিজন সাফিয়াতুস সালেহীন, বঙ্গীয়'র গাইবান্ধার সদস্য সচিব কবি সরকার পল্লব, সংস্কৃতিসেবক হেলালউদ্দিন, তারুণ্যের বঙ্গীয়'র সদস্য সংগীতশিল্পী নুজহাত তাসনিয়াসহ প্রমুখ।

বক্তারা বলেন, বাংলার ও বাঙালি চেতনার মহামানব জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। বাংলাদেশ বাংলা ভাষার অখণ্ড জনজাতির দেশ হলেও বহু নৃ-জনজাতির ভাষা সংস্কৃতির মাধ্যমে এই ভূখণ্ড বৈচিত্র্যময় হয়েছে। ২০২৩ সালের বঙ্গীয় বিশ্বসভার প্রতিপাদ্য 'বহুভাষার সংস্কৃতি রক্ষায় বিশ্বজাতিক ঐক্য' নিয়ে সম্পন্ন হবে বিশ্বসভা—২০২৩। তারই প্রস্তুতিস্বরূপ বাংলাদেশের বিভিন্ন প্রান্তিক পর্যায়ে বঙ্গীয়'র সাহিত্য সংস্কৃতির অভিযাত্রা সম্পন্ন হবে।

‘শোকের মাস আগস্ট, শোক হোক শক্তি' এই অনুভূতিতে গভীর শ্রদ্ধায় বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে দেশব্যাপী কার্যক্রম সূচনা হয়। বঙ্গীয়'র বিশ্বব্যাপী অসীমান্তিক অভিযাত্রার সাথে পরিপূরক হবে দেশব্যাপী অভিযাত্রা।

বাংলাদেশের উন্নয়ন ও স্থিতিশীলতায় বিশ্বব্যাপী অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।তিনি একজন লেখক, সাহিত্য সংস্কৃতির ক্ষেত্রেও তিনি যুগান্তকারী সূচনা, বাস্তবায়নের বিরল ইতিহাস সৃষ্টি করেছেন। তিনি জাতিসংঘের অধিবেশনে 'শান্তি সংস্কৃতি'র উজ্জ্বল ধারণাপত্র উপস্থাপন করেছেন। চতুর্থ শিল্প বিপ্লবের মহাসূচনা ও অগ্রগতিতে তাই লেখক শিল্পীদের অনন্য অবদানের সক্ষমতা সৃষ্টির জন্য দেশের বিভিন্ন প্রান্তে বঙ্গীয়'র অভিযাত্রা জরুরি। এ মহাঅভিযাত্রায় লেখক শিল্পীরা ঐক্যবদ্ধ হবেন যারা মহান মুক্তিযুদ্ধের চেতনায় দেশ পরিচালনায় সহায়ক ভূমিকা রাখবেন বলে বক্তাগণ প্রত্যাশা করেন।

দেশে-বিদেশের শতাধিক বরেণ্য শিল্পী, লেখক, কবি, সাহিত্যিক, সাংবাদিক, শিক্ষক, প্রকাশক,সংগঠক ও রাজনীতিবিদের উপস্থিতি এবং
অংশগ্রহণের মাধ্যমে প্রায় চার ঘণ্টাব্যাপী চলমান বঙ্গীয়'র এ সভা বঙ্গীয়’র কেন্দ্রীয় সমন্বয়ক ও কিশোরগঞ্জ জেলার সদস্যসচিব শাহ্ ইস্কান্দার আলী স্বপন’র ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে রাত সাড়ে নয়টায় সমাপ্ত হয়।

এ সম্পর্কিত আরও খবর