দেশের প্রথম প্রধান তথ্য কমিশনার কবি এম. আজিজুর রহমান আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
সোমবার (০৯ অক্টোবর) রাত সাড়ে ৮টায় মিরপুরের একটি বেসরকারি হাসপাতালে বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি দুই ছেলে এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
এম. আজিজুর রহমারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ছোট ছেলে যুগ্ম সচিব আহসানুল আজিজ পলক।
তিনি বলেন, গত প্রায় একমাস ধরে বাবা ডান পায়ে ব্যথায় ভুগছিলেন। নিয়মিত চিকিৎসা নেওয়ায় এখন অনেকটা সেরেও উঠেছিলেন। আজ সন্ধ্যার পরে হঠাৎ তার খারাপ লাগছিল। তাতক্ষণিক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুর আগে এম. আজিজুর রহমান দীর্ঘদিন ধরে আম্বালা ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এছাড়া তিনি রবীন্দ্র একাডেমির সভাপতিও ছিলেন।
এম. আজিজুর রহমান ১৯৪৩ সালের ১০ই জানুয়ারি মাদারীপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি আজিজুর রহমান আজিজ নামে দীর্ঘদিন ধরে কবিতা, উপন্যাস, গান ও সাহিত্যের অন্যান্য অঙ্গনে অব্যাহতভাবে অবদান রেখেছেন।
শৈশবে কবিতা ও ছড়া লেখা দিয়ে তার লেখালেখির যাত্রা শুরু হলেও ধীরে ধীরে তিনি কবিতার পাশাপাশি গল্প, উপন্যাস, গান রচনা করে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে আত্মপ্রকাশ করেছেন।
পেশাগত জীবনে এম. আজিজুর রহমান জনপ্রশাসনের একজন সদস্য ছিলেন। এবং ২০০১ সালে সচিবের পদ থেকে অবসর জীবন গ্রহণ করেন। ২০১০ তিনি বাংলাদেশের প্রথম প্রধান তথ্য কমিশনারের দায়িত্ব পালন করেন এবং এই কমিশনকে কাঙ্খিত পর্যায়ে প্রতিষ্ঠিত করেন। পরবর্তীতে তিনি বাংলাদেশ জাতীয় জাদুঘরের বাের্ড অব ট্রাস্টিজের সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়া ইসলামী ফাউন্ডেশনের বাের্ড অফ গর্ভনরস এর অন্যতম গৰ্ভরনসও ছিলেন।
আজিজুর রহমান আজিজ এর প্রকাশিত গ্রন্থের সংখ্যা প্রায় শতাধিক। এছাড়াও গীতিকার ও সুরকার হিসেবে নিজস্ব ধ্যান-ধারণার বিকাশ ঘটাতে শেকড়ের সন্ধানে নিজেকে সদা ব্যস্ত রেখেছেন