বইমেলায় নাজমুল হুদার নতুন বই ‘অনূর্ধ্ব উনিশ’

, শিল্প-সাহিত্য

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুষ্টিয়া | 2024-02-07 12:43:52

অমর একুশের বইমেলায় প্রকাশিত হয়েছে নাজমুল হুদার নতুন বই ‘অনূর্ধ্ব উনিশ’। এটি প্রকাশ করেছে প্রকাশনা সংস্থা কথাপ্রকাশ।

নাজমুল হুদা একজন অনুপ্রেরণামূলক বক্তা, লেখক ও জাতীয় বিতর্ক সংগঠক। বর্তমানে বাংলাদেশ ব্যাংকে কর্মরত। ছাত্রাবস্থা থেকেই তার লেখালেখি, সংগঠন, সম্পাদনায় সখ্যতা। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় বিভিন্ন টেলিভিশন চ্যানেলের বেশকিছু বিতর্ক ও মুক্ত আলোচনায় অংশ নেওয়া ছাড়াও সম্পৃক্ত ছিলেন বাংলাদেশ বেতার এর অনুষ্ঠান বিভাগে। লেখালেখির শুরুটা অবশ্য কবিতা দিয়ে, বাল্যবেলা থেকেই।

তার জন্ম কুষ্টিয়া জেলায়। সেখানকার কৃষ্টি, সংস্কৃতি ও সাহিত্যানুকূল পরিবেশ ছিল তার জন্য বাড়তি উৎসাহের উৎস।

দেশের শীর্ষস্থানীয় জাতীয় দৈনিকসহ তথ্য মন্ত্রনালয়ের মাসিক সাময়িকীতে প্রকাশিত হয়েছে তার অনুপ্রেরণামূলক নিবন্ধ।

অমর একুশে গ্রন্থমেলা ২০১৭-এ প্রকাশিত তার প্রথম বই ‘ক্যারিয়ার ক্যারিশমা: সাফল্যের সাতপাঠ’ তুমুল পাঠকপ্রিয়তা পায়। এছাড়া, শিশু-কিশোর ও তরুণদের জন্য ‘বিতর্কে হাতেখড়ি’ এবং ‘বিশ্বনন্দিত বাংলাদেশি বিজ্ঞানী’ তার উল্লেখযোগ্য প্রকাশনা। এ পর্যন্ত প্রকাশিত বইয়ের সংখ্যা ১০টি।

নতুন বই ‘অনূর্ধ্ব উনিশ’ বইটি সম্পর্কে লেখক নাজমুল হুদা বলেন, কিশোর মস্তিষ্কের ভাঙা-গড়ার খেলা; মনোদৈহিক পরিবর্তন, মিথ, ট্যাবু আর তারুণ্যের প্রবল সম্ভাবনা ও ভাবনাগুলো বাঁধাই করা হয়েছে এক মলাটে। বইয়ের প্রতিটি অধ্যায় শুরু হয়েছে কোনো না কোনো টুকরো গল্প, বাস্তব ঘটনা বা অভিজ্ঞতার আলোকে।’

তিনি বলেন, ‘নান্দনিক অলঙ্করণে অনুচ্ছেদগুলো সাজানো হয়েছে সুনির্দিষ্ট পরামর্শ ছক বা অনুশীলন কৌশল দিয়ে। উনিশটি অধ্যায়ের নামকরণ করা হয়েছে কোনো কোনো গানের কলি, কবিতার পঙক্তি বা প্রচলিত প্রবাদ থেকে। যাতে লেখাগুলো সহজ ও সরস হয়ে ওঠে।’

পাঠকপ্রিয় আবু বক্কর সিদ্দিক বলেন, বর্তমান সময়ের উপযোগী কিশোর বয়সের জন্য যে কথাগুলো বলা প্রয়োজন তা সুনিপুণ হাতে লিখেছেন নাজমুল হুদা ভাই। তার 'অনূর্ধ্ব উনিশ' বইটিতে কিশোর মস্তিস্কের ভাঙা-গড়ার খেলা; মনোদৈহিক পরিবর্তন, মিথ, মৈথুন, ট্যাবু আর তারুণ্যের প্রবল সম্ভাবনা ও ভাবনাগুলো দারুণভাবে তুলে ধরেছেন৷ লেখক বিতার্কিক মানুষ। নতুনদের বিতর্ক চর্চার সহায়ক হিসেবে তিনি লিখেছেন 'বিতর্কে হাতেখড়ি' বইটি৷ উভয় বই এবারের বইমেলায় ২১ নং কথাপ্রকাশের স্টলে পাওয়া যাচ্ছে৷

এ সম্পর্কিত আরও খবর